ভুল ছিল

ভুল ছিল
-সীমা চক্রবর্তী

 

 

হয়তো আমার চিন্তাধারায় বিরাট কোনো ভুল ছিল
স্বপ্নরা তাই থমকে গেলো, সময়ও প্রতিকুল ছিল।
দেইনি তুলে জীবনটাকে ভবিষ্যতের হাতে
বর্তমানকেও তাচ্ছিল্য করেছি দিনে রাতে।
দেখিনি আমার চলার পথে সহস্র বাঁধার পাহাড় ছিল
অন্তত পথের যাত্রা শেষে তাই এতো হাহাকার ছিল।
কখন যে ভুলে গড্ডলিকায় ভাসিয়ে ছিলাম তরী
যুগের সাথে তাল মেলাতে, খেলো সে গড়াগড়ি।
কূল হারানো তরীখানির তুফানে পাল ছিঁড়েছিল।
ভাঙা হালে ভাঙা তরী হতাশ হয়ে ফিরে ছিল।
ভুলটা আজো পারিনি যুজতে, মাসুল যাচ্ছি গুণে
যতোই জট চাইছি খুলতে, ততোই যাচ্ছি বুনে।
শাস্তি যেটা পেলাম আমি, হয়তো সেটা পাওয়ার ছিল
মানছি আমার চিন্তা ধারায়একটা ভুলের লহর ছিল।

Loading

Leave A Comment