Site icon আলাপী মন

অঙ্ক ক্লাসে

অঙ্ক ক্লাসে
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

কোচিং ঘরের অঙ্ক ক্লাসে,
সেই মেয়েটা পড়তে আসে।

তার হাসিতে মুক্ত ঝরে।
সে কিন্তু অঙ্ক করে।

আমার হিসেব ভুল হয়ে যায়।
শূন্য ভরি খাতার পাতায়।

মাঝেমাঝে চকিত তাকায়।
চোখে প্রেমের ঢেউ খেলে যায়।

অঙ্ক ছেড়ে স্বপ্ন দেখি।
তার ছবিটাই স্বপ্নে আঁকি।

অঙ্ক কি আর এতই সোজা?
তোর মনটাও কঠিন  বোঝা  !

একটু ফিরে তাকাস যদি,কি আর ক্ষতি?
মনে ভিতর ডানা মেলে রঙবেরঙের  প্রজাপতি।

একদিন সে এগিয়ে আসে,
আমায় দেখে মুচকি হাসে।

তাই না দেখে, “ঢিপ ঢিপ ঢিপ”  বুকের ভিতর।
মনের মধ্যে দুরন্ত এক বৈশাখী ঝড়।

চোখের দিকে সোজা চেয়ে,
কঠিন স্বরে বললো সে মেয়ে —

“তাকিয়ে থেকে লাভ কি হবে?
পরীক্ষাতে গোল্লা পাবে।
কেরিয়ারটা আগেই গড়ো।
তারপর নয় প্রেমটা করো।।

Exit mobile version