অনুভূতির রোদন

অনুভূতির রোদন

-তোফায়েল আহমেদ

 

 

চেতনায় কালো বৈশাখী গতির সম ঝড় 
আপনে পরের অভাব স্বর,
রক্ত শাসনে অন্তরে জ্বর,মথিত রুদ্ধ স্বর
নির্যাসে দরিদ্র মর মর।

 

তপ্ত কল্পনার হীন এই অভিমান স্বকীয়ে
বিরাজ,ভাঙ্গনের খেলাঘর,
ক্ষণিকের ভুবনে জৈনিকের রুক্ষ্ণ আচরণ
কেন! জীবনের ক্ষুদ্র বালুচর।

 

সত্যেরা পলাতক মিথ্যার জয় মুখরোচক
সমাজে নিখুত অবিচার,
স্বার্থপরের কপালে লোভ- মোহের টিপ
কুসংস্কারের দৃশ্যে জাদুঘর।

 

পৃথিবীর বয়স শেষ,সৃষ্টিরা পাপের মিতা
মনুষত্বের বৃথা চিৎকার,
বিবেক ইচ্ছার দলিতে লন্ড -ভন্ড, হতাশ
আত্মার গোপন ধিক্কার।

 

বিত্ত পিতারা বিরাট নেতা, বাধ্যগত জন
মুখরিত প্রাপ্তি অধিকার,
আড়ালে বিড়াল খেলা,অর্থ রসের দোলন
অপরাধ চলছে চমৎকার।

 

মানতার মানুষ,বক্র পথে নেশার চলন
নির্বাক বুদ্ধি সচেতন জন,
আঁখি তুই অদেখায় থাক, কথনে মন্দ
দ্বন্দ্ব,অনুভূতির রোদন নাহি পতন।

 

বাহির ঝলমল,ভেতরে ময়লায় রঙিলার
নৃত্য,ভ্রষ্ট,কারাগারে শ্রেষ্টের কষ্ট,
দৃষ্টিতে বৃষ্টি শুকায়,বুকের দু- ইঞ্চি নীচে
অন্যায় হয়না বিন্দু নষ্ট।

 

পৃথিবী আজ রক্তাক্ত,মরুভূমি করে যায়
চাতকের সাথে পিপাসার ক্রন্দন,
কোথায়! মঙ্গল পবনের ঢেউ ,উড়িয়ে নে!
আসুক শান্তির বাণী,ভালোবাসার বন্ধন।

 

কত ছন্দের পতন,সৃষ্টির নবীন,ধারাবাহিক
রুপ,এই এক অবাক খেলাঘর,
আপনা থাকতেই আপনাকে ধর,বিধাতার
নির্বাহী আদেশ পালনে মর।

 

অনুভূতির আন্দোলন কবিতার ঘরে প্রকাশ
সংকিত চলনে থম্কিত বিকাশ,
প্রকৃতির সম সবুজ আলোকিত অবারিত
মনের দৃষ্টিদের বোধের পঠনে ফুটুক বিশ্বাস।

Loading

Leave A Comment