ইচ্ছে গুলো ছুঁতে চাই
-সুমিতা পয়ড়্যা
ইচ্ছে গুলো দেখব তোমার চাহনিতে
নাই বা বললে কথার মালাতে,
ইচ্ছে গুলো খুঁজব নিঃশ্বাসে প্রশ্বাসে
নিবিড় ঘন হৃদয় ছোঁয়ার আশ্বাসে।
ইচ্ছে গুলো কপাল ছুঁয়ে নোয়াবে মাথা;
প্রাণের মাঝে আলতো সুখের ঝরা পাতা।
খুঁজবো তোমার ইচ্ছা গুলো শতাব্দী ধরে
স্বপ্নের আবেশে আকাশ ছোঁয়া গল্পের পারে।
ইচ্ছে গুলো কুন্তল বেশে থাকুক না অবিন্যস্ত—-
উষ্ণতার উদ্দামতায় রঙিন বসন্ত।
ইচ্ছে গুলো অন্যরকম,অনন্য,অসাধারণ!
পারব ছুঁতে নাকি মরীচিকার মতন!
ভালোবাসায় অমূল্য রতন ভিন্ন রকম
ইচ্ছে গুলো অনেক বড় অন্য ধরণ!
অপূর্ণ ইচ্ছে গুলো আধারে মূল্যবান
যতন করে ছুঁতে চাই রাখব মান।
ইচ্ছে গুলো প্রবল হলে ভাসিয়ে দিও না দূরে,
অভিমানী আকাশ একটি বার বল না মোরে!
ইচ্ছে গুলো আমায় দিও একলা থাকার ক্ষণে,
ভালোবাসার হৃদয় পিছন পানেই টানে।
ইচ্ছে গুলো নতুন রঙে বাঁচুক উচ্ছ্বাসে
চুপিসারে আসুক না তা বিশ্বাসে বিশ্বাসে।