এখানে সবুজ নেই

এখানে সবুজ নেই
-পারমিতা চ্যাটার্জী

 

 

এখানে সবুজ নেই, গাছের রঙ ধূসর।
আকাশে নীল খুঁজে বেড়াই , ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ।
এখানে প্রকৃতি কাঁদে যন্ত্রের তাণ্ডবে।
এখানে কৃষ্ণচূড়ার লাল রঙ ফেকাসে,
এখানে শুধু রক্তের লাল রঙ ছড়িয়ে আছে চারদিকে।
এখানে প্রেম নেই, নেই কোন ভালোবাসা,
এখানে গৃহ আছে, সম্পদ আছে,শান্তি নেই।
এখানে ভালোবাসা লুটিয়ে পড়ে বেদনায়,
এখানে নারীর ভালোবাসায় পুরুষ খোঁজে শুধু খিদে,
পুরুষের ভালোবাসায় নারী খোঁজে প্রাচুর্য।
এখানে নারীর লজ্জা লুটিয়ে পড়ে ধর্ষকদের অত্যাচারে,
এখানে বিচারের বাণী কাঁদে নীরবে নিভৃতে।
এখানে মায়ের ভালোবাসায় লুকিয়ে থাকে স্বার্থ,
এখানে সন্তান চায় মাতৃস্নেহের মুক্তি।
এখানে সবুজ নেই , এখানে চাঁদ ঢেকে যায় ধোঁয়ার ধূসররঙের আড়ালে,
এখানে পূর্ণিমার রাত কাটে মদ আর হুইস্কির গ্লাসে,
বধূ কাঁদে একলা নীরব রজনীতে।
কাঁচ ঢাকা বারান্দায় রাখা পাতাবাহার কাঁদে নীরবতার ব্যাথায়;
ভালোবাসাহীন যন্ত্রণায় তারা চেয়ে থাকে উন্মুক্ত সূর্যের দিকে,
কাঁচের আড়ালে তাও রোদ আসে ঝাপসা।
এখানে বাজে না ভোরের ভৈরবী রাগ,
কোকিল ডেকে যায় বৃথাই গাছের আড়ালে,
কেউ শোনে না তার কুহু কুহু ডাক।
এখানে সবুজ হারিয়ে গেছে, হারিয়েছে প্রকৃতির রোমান্টিকতা।
এখানে নদীর তীরে নির্জনতার অভাব,
সাজানো কফি আর আইসক্রিম পার্লারের আড়ালে মৃদু হয়ে যায় বাদামওয়ালার ডাক।
এখানে সবই নকল, প্রকৃতির রং মুছে গিয়ে গড়ে উঠছে সাজানো বাগান,
নদীর স্রোতে সাঁতার আবদ্ধ হয়ে আছে সুইমিংপুলের বদ্ধতায়।
অভিমানে প্রকৃতি তাই নিয়েছে মুখ ফিরিয়ে,
বইতে বইতে নদী হারিয়েছে মোহনা।
আলোর তীব্রতায় জোছনা লুকিয়ে পড়ে।
একা মাঝি আর গায় না গান-
” ও মোর মন মাঝি তোর মনের মানুষ কই “?
এখানে স্রোত আটকে গেছে প্লাস্টিকের পাঁকে,
শোনা যায়না তাই সেই গান আর, ” ও মাঝি রে তোর নাও খানি একবার বেয়ে আন এই ঘাটে, আমি যে বধূ একলা দাঁড়ায়ে আছি তোর লাগি, তুই একবার নাও খানা আন না এই ঘাটে। “

Loading

Leave A Comment