তমসার রঙ

তমসার রঙ

-অমল দাস

 

 

আঁধারের চাদর গায়ে জড়িয়ে রাত্রির কোলে মাথা

খননে খননে দিন যায় খুঁজি কি দিয়েছে বিধাতা।  

শব্দেরা আমার এপারে সেপারে ধূমকেতু হয়ে পড়ে,

কুয়াশা ঘেরা বৈভব আমার নিমপাতা দিয়ে গড়ে।

 

 

কোন পুকুরেই মুক্ত ঝিনুক পাইনি আজও এখনো

শুকনো কাঠের কণ্ঠে গান বলিনি কাউকে শোন,

নিশীথের সাথে সহবাসে বহু যন্ত্রণার জনক হই

অসম্পৃক্ত দ্রবণ ঘিরে আমি বিজারণ ব্যথা সই।

 

 

রাতাকাশের আশকারা ডাকে মেরুজ্যোতির চমকে 

শশীকাননের তপস্বী আমি কেমনে সঁপি এ মনকে।   

শিশির বিন্দু জমেছে অনেক জল স্রোত তাতে হয়নি

মানবত্ব এক স্বর্গীয় ফল সে মিষ্টতা ঠোঁটে পাইনি। 

 

 

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আয়ু রেখায় চলে মাঞ্জা

আমার খামখেয়ালী ঋতু বোধনে পর্ণমোচীর ঝঞ্ঝা।    

শিউলির ঘ্রাণ আসেনা ঘরে কুয়াশা দেওয়ালে বন্দী

এ জীবন নয়… জীবনের সাথে বেঁচে থাকার এক ফন্দী!   

Loading

2 thoughts on “তমসার রঙ

Leave A Comment