একটু হেসো

একটু হেসো

-নীলোৎপল সিকদার

 

 

প্রজাপতির পাখায় রংধনু দেখে
রংচটা জিন্সে‌র প্যান্টে
অগণিত পকেট রেখেছি
সাতটি রঙের মধ্যে বাসন্তী রং
যত্নে আদরে তুলে রাখবো বলে,
তুমি একটু হেঁটে এসো
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে
একটু হেসো…

বেলা পড়ে এলে গা ধুয়ে এলোচুলে
হারমোনিয়ামে শিল্পীত আঙুল রেখো
আমি সুর ছন্দে বিভোর মনে
বাসন্তী রঙে গড়া অঙ্গরীয়
তোমার আঙুলে পরিয়ে দিবো
একটু ধ্রুপদী সুরে হেসো…

সাঁঝ পেরিয়ে গেলে জোনাকির নূপুর
পরিয়ে দিবো মমতার সোহাগ হাতে
ধবল পটে আঁকা রেশম রেশম পায়ে
নৃত্যের ছন্দে কিছু হাসির টুকরো
রাতের গায়ে ছড়িয়ে দিও,
আমি দ্বিতীয় মৃত্যুর পূর্বে
বুক ভরে আনন্দে ভাসতে বাসতে
মরণের পার আহ্লাদে ছুঁয়ে দিতে পারবো
একটু হেসো…

Loading

Leave A Comment