এক পশলা শীতের সকাল

এক পশলা শীতের সকাল
-পলি ঘোষ

 

 

শহরের বুকে এক পশলা কুবের বৃষ্টি ঝাঁকিয়ে নিয়ে আসে শীত।
আজ ছাদহীন রাস্তার মানুষগুলো রোদে জেগে উঠে।
আগে উনুন ধরিয়ে তাপ নেয়।
শীত প্রচন্ড শীত থরথর কাঁপন দেওয়া শীত।
লাল নীল হলুদ কমলা কাঁথা লেপ কম্বল জ্যাকেট
চাদরে মাপলারে জড়ানো শীত।
কাপ থেকে লকলকে আঁকাবাঁকা ধোঁয়ায়
নিজেকে হারিয়ে যাওয়া এক ভীষণ শীত।
হৃদয়ের মখমলে জমানো শিশির ভেজা এক শীত।
গাছের ফাঁকে মিষ্টি দোয়েল শিষটি তোলে আপন মনে।
মনের আবেগে ইচ্ছেগুলো সাজিয়ে তুলি নানান ঢঙে।
মায়ের ছোট্ট খুকু পাঠিয়ে দেবো রোদের খামে মিস্টি এক চিঠি।
আমার উঠোনের কোনে গন্ধে ভরা সুবাসমাখা শিউলিতলা।
আমোদ ছোঁয়া পাগল করে এক পশলা শীতের সকাল।

Loading

Leave A Comment