Site icon আলাপী মন

দেহ বাড়ি

দেহ বাড়ি
-রানা চ্যাটার্জী

 

 

দোতলা কাঠামো বিশিষ্ট এই মানব শরীর,
রক্ত,মাংস, শিরা-উপশিরা অনুভবের পরতে
পরতে গড়া আস্ত দেহ বাড়ি।
এই পা সিড়ি,সোজা উঠে গেছে কোমর পর্যন্ত
দোতলা ঘরের চৌকাঠে,
বড়ো দামি আসবাবে ঠাসা দ্বিতল আমার,
কি নেই এখানে!
বৃক্ক লিভার স্টমাক লাঙস হাত পা ছড়িয়ে দক্ষ
কর্মীর মতো কাজ করেই চলেছে।
মধ্য মনি হয়ে অতি দামী হৃদযন্ত্রের ব্যলকনি।
এবার গ্রীবার গ্রীল বারান্দা ধরে উঠে এসো,
পাবে তিনতলার চিলেকোঠা ঘর,
উজ্জ্বল দুই সার্চ লাইট চোখ, পর্যবেক্ষন অবিরত,
সাউন্ডবক্সের মতো দৃপ্ত কন্ঠ ধ্বনিত হয় চারিপাশ!
আমার ব্যস্ত বাড়িটি তে সদাই কর্মব্যস্ততা।
একদিন সব থেমে, নিস্তব্ধতা খোলামকুচির মতো!
এই দেহ বাড়ির পঞ্চ ভূতে বিলীনতা
পড়ে থাকবে হয়তো ধূসর স্মৃতি, আগামী প্রজন্মে।

Exit mobile version