অবুঝ থাকাটাই তো ভালো!
-মৌসুমী সাহা মহালানাবীশ
আর্তনাদ জড়ানো মালায় শুকনো বাসর মাখা সোহাগী ফুলের গন্ধ ম্লান।
সে তখনও বোঝেনি,আজও বুঝবে না!ধ্বংসলীলা অবশ্যম্ভাবী।
মানা না মানা তো কাল্পনিক পাখির ডানা।
কতোটা গভীর ক্ষত হলেই জীবন পদ্ম পাতার জলের ফোঁটায় ভাসে ?
কতোটা নির্লজ্জ হলে বদতমীজ মন ফেরে অনায়াসে ?
বলতে পারো বকুল!
ভালোবাসার পদধ্বনি কখন অসহ্য,ঘৃণ্য কর্কশ স্বরে জন্মগ্রহণ করে ?
জানি,ও সব বুঝবে না !
আমিও দায় ঝেড়েছি বহু কাল আগেই।
তোমার ডাগর চোখের গভীরতায় রঙিন খাদ! স্বপ্ন আকাশ ছোঁয়া!
মানসিকতার সুখ খুঁজেছো চিরতরে।
উড়ে চলেছে বিষাক্ত ধূলিকণা প্রতিটি শ্বাস-প্রশ্বাসে-
ক্ষয়িষ্ণু তোমার পদাঘাতে আমার যাপন!
নীরবে, গোপনে, অনাহারে।