Site icon আলাপী মন

গো+এষণা

গো+এষণা
-সঙ্কর্ষণ

 

 

অসভ্য, ধাঁধালো হাজারো পথ আর…
চেনাজানা ক’টা মশাল ধরার লোক।
আগুনটা এখনো জ্বলছে বুকে, গনগনে আঁচ,
লালচে হৃদয় আর… আমি পথিক।
শুরুটা ঠিক ওখানে নয়, গবেষণাও আছে কিছু।
ফরফর করে পড়া শেষ, তেলচিটে পাণ্ডুলিপি।
কিন্তু কোথায়? হিরো কই গল্পে?
ভালো চাওয়া, ভালোমানুষীতে মন ওঠেনা।
দরকার ম্যাজিক শো, নইলে কীসের পুজো?
চাকা চালানো, মড়া বাঁচানোতেই আটকে ভগবান।
অনন্তের খোঁজে বিষম খোঁজাখুজি রাতদিন,
হাঁটাপথে যদি হাতছানি দেয় কোনো সাধু-পয়গম্বর।
বড়ো লম্বা সময়, পায়ে ধরে সাধা যার তার,
ক্লান্তি অসীম,’এ যে সব রাস্তাই রোমে নিয়ে যায়।’
দরকচা মারা ইচ্ছেগুলো আর চায়না, চলতে চায়না।
ভগাদা তুমিই বলো নেবো কার মত?
“হাসালি পাগলা, এটাই তো অনন্তের পথ।”

Exit mobile version