খুশির ঘন্টা

খুশির ঘন্টা

-রাখী চক্রবর্তী

 

 

গির্জার ঘড়িতে ঘণ্টা বাজে,
আলিঙ্গন, উষ্ণ প্রেম, আড়াআড়ি দৃষ্টি বিনিময়, চলতে থাকে ।
যেন এই একটি দিন মানুষ ভালোভাবে বাঁচে ।
অতৃপ্ত মন,অজানা স্বপ্ন ..ব্যাস !

শেষ হয়ে যায় একটা বছর।
সবাই সবার কাছে তবুও কেউ নেয় না কারোর মনের খবর।
কাল থেকে ক্যালেন্ডারের পাতা উল্টাতে হবে।

দেখতে হবে লাল দাগ।
কার হৃদয় চিড় ধরল ,কার বা পুড়ে খাক….থাক এ সব থাক ।
ক্যালেন্ডারের পাতায় দেখতে হবে লাল দাগ।
আসলে ছুটি নিতে চায় মন ।
কাজ থেকে, ভালবাসা থেকে ।
যদি এমন হতো…
“নীল আকাশের কোলে
আমাদের স্বপনো দোলে
সাথিহারা কেউ নেই এই ধরণীতলে “
বেশ হতো তাই না।
আসলে ,বছরের সবকটা দিন গুমরে থেকে থেকে- 
31ডিসেম্বর মাততে হবে আনন্দতে ।
তা না হলে সমাজের চোখে তুমি একঘরে ।
শুনতে হবে,”চলতে পারো না সময়ের সাথে”
কতো অপবাদ আসবে আবার ঘুচবেও… 
যদি বছরের শেষ দিনে ভাসো তুমি আবেগে ।

Loading

Leave A Comment