Site icon আলাপী মন

মা ভগবতী

মা ভগবতী
-প্রীতি মান

 

জয় জয় হে ভগবতী তুমি যে সুর-ভারতী,
প্রনাম জানাই তোমায়, বিদ্যা-বুদ্ধি দাও মা আমায় ।
শুভ্র তোমার পদ্ম মাগো শুভ্র তোমার বসন,
শ্বেত অঙ্গুরীয় হাতে তুমি যে পদ্মভূষণ ।
তুমিই হলে বিদ্যাধরী, কিংবা তুমিই মন্থরা,
দেবতা-অসুর তোমায় পূজে তুমিই যে বারি-ধারা ।
পুষ্পার্ঘ্য দিই মা তোমার চরণ তলার প’রে,
সদা সুরময় হোক পৃথিবী  মাগো তোমার বরে ॥

Exit mobile version