Site icon আলাপী মন

জীবন দৌড়

জীবন দৌড়

-পারমিতা ভট্টাচার্য

 

 

পৃথিবী আরও এক বার সূর্য কে নেয় ঘুরে,
বিনিময় চায় আরও একটা নতুন বছর….
নতুন দিনে মেলবে পাখা চিত্রভানু
সেই তো আবার হবে! !
মিথ্যার কাছে সত্য নতজানু।

ওই যে বাদামওয়ালা , চাওয়ালা ,
ওই যে বুড়ির মা?
পাঁচ বাড়ির বাসন মেজে খায়!
নতুন বছরে ওদের কিই বা আসে যায়?
নতুন করে তাই কিছুই থাকে না বলার….
জীবন মানে শুধুই দৌড় ,
মৃত্যুর দিকে ছুটে চলার।

কাজের মানুষ কাজই করে যায়,
টুপটাপ করে শুধু ঝরে পরে ঘাম…
না আছে জীবন জোড়া
ভাগ্যান্বেষী কোনো হলুদ খাম।
তাদের জীবনে না আছে কোনো
সাবেকি – আঁতলামি….
এর চেয়ে মাদুর বিছানো হৃদয়
তাদের কাছে অনেক বেশি দামী।

পৃথিবী আরও এক বার সূর্য কে নিয়ে ছোটে,
যদি দু বেলা , দু মুঠো অন্ন
ওই ভিখারী শিশুটির মুখে জোটে….
তোমার – আমার অভিমান গুলো
জীবনে গোলাপ হয়ে ফোটে।
একই পথ , চড়াই – উতরাই,
ভালোবাসা – ভালোলাগা দিয়ে….
আমরাও আরও এক ধাপ এগিয়ে যাই
নতুন বছর কে নিয়ে॥

Exit mobile version