পরিবেশ সংরক্ষণ
-তোফায়েল আহমেদ
গাছ লাগিয়ে সবাই পরিবেশ বাঁচাই, বলনে
ছড়াই, সচেতন এই মঙ্গলের বাণী,
একজন মানুষ ঘর বাড়ির কাছে কমপক্ষে
গাছ লাগাতে হয় তিনখানি।
বনজ,ফলজ,ও ভেষজ প্রয়োজনীয় গাছ
সব মানুষের দরকার,
আসবাবপত্র,ফল ও অসুখের চিকিৎসায়
সাহায্য করে গাছ চমৎকার।
বিপদের সময় মানুষ গাছ বিক্রি করে
অর্থের সাহায্য নেয়,
মানুষের সব দুষিত নিঃশ্বাস গাছ খেয়ে
বিশুদ্ধ অক্সিজেন সৃষ্টিকেই দেয়।
গাছের ছায়ায় মানুষ বসে ক্লান্তি তাড়ায়
গাছ জ্বালানীর চাহিদা মিটায়,
অবারিত সুন্দর প্রাকৃতিক সবুজের দিকে
তাকিয়ে,দৃষ্টির উজ্জ্বলতা বাড়ায়।
গাছে, পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে
তারপর,মানুষ রাতের কোলে ঘুমায়,
পাখিদের সুরে প্রভাত আসে,রবকে ডাকে
মসজিদে যেতে সৃষ্টিকে ঘুম থেকে জাগায়।
নিজের উপকার নিজেই করি গাছ লাগিয়ে
অন্যকে লাগাতে বুঝিয়ে বলি,
সুস্থ পরিবেশের ভারসাম্য রক্ষাও সংরক্ষণে
চলো সবাই গাছ লাগাতে চলি।
প্রয়োজনে একটি গাছ কেটে তার পাশেই
আরেকটি গাছ লাগাই, অপরে স্বরি,
পরিবেশ বাঁচাতে আপনা জাগাই যত্নে রত্ন
কামাই,পরিবেশ বান্ধব জীবন গড়ি।
পরিবেশকে সাজাতে কবিতার আন্দোলন
এবং বাস্তবে চারা রোপণ করি ও স্বরি,
পরিবেশ বাঁচলে সব সৃষ্টিরা সু স্বাস্থ্য পাবে
সবার মঙ্গলে লেখাটি শেয়ার করি।