Site icon আলাপী মন

শব্দ চিরন্তনী…..

শব্দ চিরন্তনী…..
 -কৃষ্ণ বর্মন

 

 

শব্দের শবযাত্রা চলে প্রতিদিন প্রতিক্ষণ।
কেউ তাঁদের দাহ করে কেউ দেয় কবর।
যত আফসোস যত খেদ যত ক্ষোভ
জমা থাকে শব্দে শব্দে
গঙ্গা জল ঢালার পর আজ সব শীতল ছাই।

কবরের মাটিতে মিশে যায়
স্বপ্ন,আকাঙ্খা আর ইচ্ছের শব্দেরা।
স্পন্দনহীন শব্দ শব কাফন জড়িয়ে
নিশ্চিন্ত নিরাপদ নিদ্রায় যায় শেষের কবিতায়।

শবযাত্রা আবহমানকাল ধরে প্রবাহমান।
কোনো বিচ্যূতি বা বিঘ্ন নেই।
তবুও সব শব্দ শবযাত্রায় সামিল হয় না।
সব শব্দ শব হওয়ার জন্য জন্মায় না।
কিছু কিছু শব্দ সরবে কিংবা নীরবে
শবে শবে প্রাণ সঞ্চার করে
চিরন্তনী হয়ে ওঠে।

Exit mobile version