কিসের অহংকার!
-শচীদুলাল পাল
তোমার কিসের এত অহংকার?
তোমার শেষ বস্ত্র তো সাদা কাপড়।
নামের আগে জুড়ে দেবে স্বর্গীয়।
এক চামচ জলই শেষ পানীয়।
তুমি এক মৃতদেহ শেষ পরিচয়।
শেষ খেলায় মৃত্যুর কাছে পরাজয়।
শেষ রূপ বিদায়ের সাজসজ্জা
প্রিয়জন কাছে থাকা তোমার শেষ ইচ্ছা।
সব রেখে যাবে কিছু নিয়ে যাবেনা।
শেষ অভিযোগ আর পারলাম না।
প্রাণছাড়ার শ্বাসকষ্ট শেষ যন্ত্রণা।
স্থান শ্মশান ঘাটই শেষ ঠিকানা।
শেষযাত্রায় চোখের জলে বিদায়।
চিরশান্তি চিরন্তন সুখ চিরনিদ্রায়।
শেষ কথা সময় নেই আর।
শেষ অভিনয় মৃত্যুকে স্বীকার।
হিংসা, হানাহানি ফুটানি কিজন্য তোমার।
তোমার কিসের এত অহংকার?
ধন্যবাদ
ধন্যবাদ জানাই
রীণা চ্যাটার্জি
অমল দাস
এডমিন
স্বাগতম