Site icon আলাপী মন

বিজয়ের প্রেরণা

বিজয়ের প্রেরণা

-অনোজ ব্যানার্জী

 

 

‎অদেখা হৃদয়ের গহীন খনি হতে উৎসারিত হয় অমেয় আলোর জ্যোতিঃপুঞ্জ মাঝেমাঝে।
‎আসে নবনব শুভ প্রেরণার অমিয় দীপ্তি…।

হতে হবেই বিজয়ী, জীবনের চলার পথেঘাটে পদেপদে, সামনে আসা সকল জীবন-যুদ্ধে।

যেমন, ‎সর্বশক্তিমান দিবাকর দিয়ে যায় তার তেজস্বী আলো সেই অনাদিকাল হতে,

আজো সর্বক্ষণ এই ধরণীবক্ষে।
‎ধনপতি যক্ষের অমূল্য বিপুল ধনরাশি আসে যখন হাতের মুঠোয়,

আনন্দের সুন্দরী পরীরদল যেন আসে নেচেনেচে নয়নসম্মুখে।
‎বিজয়ের প্রেরণা, চেতনার আনাগোনা।
‎লড়াই চলছে…লড়াই চলবে।

সমস্ত অশুভ শক্তিকে করতে হবেই বিনাশ।

করতে হবে প্রতিষ্ঠা সত্যধর্মমানবতা।

গভীর খাদের জলে খাচ্ছে হাবুডুবু আমাদের গণতন্ত্র, বিপন্ন আমাদের বাঁচার অধিকার।

ওদের করতে হবেই উদ্ধার। সামনে কঠিন লড়াই।

দিকদিগন্ত আলোকিত করে ঝলমল করছে বিজয়ের প্রেরণা…
ভয়ের কালো কালিটাকে মুছে এসো, এসো সবাই এগিয়ে এসো,

খাবিখাওয়া এই সমাজটাকে, খাবিখাওয়া এই দেশটাকে, বাঁচাই আমরা।
‎আজ আর কোন ক্ষমা নয়, কোন ভয় নয়,
‎ওইসব অত্যাচারী লোভী, শয়তান, নররাক্ষসদের,
‎ওদের করতে হবেই সমূলে বিনাশ,
‎চলবে তবেই ভালো মানুষদের শ্বাসপ্রশ্বাস।

Exit mobile version