কবিতা

আগুন

আগুন
-সঙ্কর্ষণ

অলি, তুমি কখনো চেঁচিয়ে বলোনি ভালোবাসো…
আমিও কখনো সত্যি-মিথ্যে জানতে চাইনি।
শুধু কর্নেটোর শেষটা আমার জন্য রাখতে দেখেছি।
তেষ্টায় নিজের জলটুকু আমায় এগিয়ে দিতে দেখেছি।
চেঁচিয়ে কখনো বলোনি ভালোবাসো,
কিন্তু তোমার মধ্যে একটা আগুন দেখেছি।

অলি, তুমি খালি চেঁচিয়ে বলেছো ভালো আছো…
আমিও কখনো সত্যি-মিথ্যে জানতে চাইনি।
শুধু বাস থাকতেও তোমায় হেঁটে ফিরতে দেখেছি।
পুজোর হাতখরচায় আমাকে খাইয়ে হাসতে দেখেছি।
চেঁচিয়ে শুধুই বলেছো ভালো আছো,
কিন্তু তোমার মধ্যে একটা আগুন দেখেছি।

অলি, আমি কখনো ভালো থাকি কখনো খারাপ।
সত্যিটা হয়তো নেহাতই কম, বেশীটাই পাপ।
শুধু জানি, তোমার ভেতরে একটা আগুন আছে
সেই আগুনে পুড়েই তোমার হৃদয় বাঁচে।

অলি, তুমি যদি জানতে… হয়তো বা জানোও
আগুন নিয়ে খেলা সহজ নয়…

আর আমি আগুনে বড়ো ভয় পাই।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>