Site icon আলাপী মন

বেদনার কবিতা

বেদনার কবিতা
-অমিত কুমার জানা

 

 

বেদনার বালুচরে হামাগুড়ি দেওয়া জীবন,
নিঃশব্দে প্রমাদ গোনে প্রতিক্ষণ।
টালমাটাল জীবন বয়ে চলে সময়ের সাথে,
ভরসা রাখতেই হয় অস্থায়ী বালুচরের ভিতে।
ভাঙা মনের দেওয়ালে অঙ্কিত কত স্বপ্ন,
শুষ্ক মুকুলের ন্যায় ঝরে পড়ে, স্বপ্ন হয় চূর্ণ।
আবারো স্বপ্নের বীজ অঙ্কুরিত হয় মনের চাতালে,
হতাশ হয় মন,সেও শুকিয়ে যায় অকালে।
বেদনার অযাচিত আবির্ভাব ক্রমান্বয়ে হতেই থাকে,
সৌভাগ্যচক্র তার ঘূর্ণনের বৈপরীত্য বজায় রাখে।
যন্ত্রণা-দানব ভেঙে পড়ে না,শুধুই আঘাত হানে,
বেদনার অনুভূতিরা সঞ্চিত হয় এই পরিশ্রান্ত প্রাণে।
তারপর শব্দরা নিঃসৃত হয় অনুভূতির দেহ থেকে,
সুসজ্জিত হয়ে কবিতার পংক্তি গড়ে তোলে একে একে।
পংক্তিতে পংক্তিতে বেঁচে থাকে কত অবিস্মৃত বেদনা,
বেঁচে থাকে কন্টকাবৃত পথে দাঁড়িয়ে থাকা কবির ভাবনা।

Exit mobile version