Site icon আলাপী মন

গোধূলি বেলা

গোধূলি বেলা
-সত্যদেব পতি

 

 

সারাদিনের ক্লান্তি এসে জমা হয় পড়ন্ত বিকেলের রোদের মতো আগত সন্ধ্যার কালো আঁচলে…
সূর্য্যালোকের অন্তিম আলোর কিরনে পশ্চিমের আকাশ হয় রক্তিম,
সমুদ্রের উচ্ছল তরঙ্গরাশি আছড়ে পড়ে জমাট বাঁধা বালুকা।
পুব আকাশে ধ্রুবতারা এসে জানিয়ে দেয় রাতের আগাম বার্তা…
কূলহীন মহাসাগরের অগাধ জলরাশির জমাটি আধাঁরে আমাদের ছোট্ট পানসী,
অজানা পথের পথিকের মতো প্রাণপনে দাড় বাইছি দুপ্রান্ত থেকে অবিরাম।
আলো আধাঁরি জোছনা স্নানে নিমগ্ন দুজনে,
নিলয় অলিন্দে দ্রুত তর রক্ত সঞ্চালন – –
উষ্ণ নিঃশ্বাসে উত্তপ্ত হৃদয়।
নিজের অজান্তেই কখন আবদ্ধ হয়েছি একে অপরের খেয়াল করিনি কেউই,
ব্যাকুল করা হৃদয়ের অদম্য ইচ্ছা কেমন করে এলো এই জিবনের গোধূলি বেলায়?

Exit mobile version