Site icon আলাপী মন

ঘাতক

ঘাতক
-শংকর হালদার

 

 

সূর্যোদয় থেকে সূর্যাস্তের রক্তিম আভায়
জৌলুস চেহারার পোশাকি নামে
বলির খড়গে দীক্ষিত হিংস্র সত্তা
জেগে ওঠে নিশীথ অরণ্যের কোলে ।

 

লুপ্ত সমাজ বুকে
সুপ্ত পিতৃত্বের কিংবা ভ্রাতৃত্বের পরিচয়
মানবিকতার সবুজ ঘাস
দলা পাকিয়েছে নিজেকে বিকিয়ে ।

 

পাবকের দ্বিধাহীন রুচিতে
চুষে নেয় শোণিত প্রবাহ
খোসার মতো ছুঁড়ে ফেলে
নিথর দেহ ।

 

কাগজের বুকে গা ভাসালো
কলমের কালির বমিতে
ধাঁধিয়ে যাওয়া নীরব অপলক দৃষ্টি
হারিয়ে ফেলে ভাষা ।

 

জরাজীর্ণ শাসকের কলুষিত শাসনের অধীনে
অবাধ গতিতে ছুটেছে
তার রথ ।

অজস্র নজরের ভিড়ে ঢেকে যায়
স্পর্শকাতর মুখচিত্র ।

.

Exit mobile version