চৌকাঠ
-নৃপেন্দ্রনাথ মহন্ত
গতকাল সে এসে বলেছিল: চলো!
মুহূর্তে কেঁপে উঠেছিলাম শঙ্কায়
তবু চৌকাঠ পেরোলাম অবলীলায়।
সামনেই দীর্ঘ এক পথ
যদিও তা দানবের পদপিষ্ট
নেই তাতে মুক্তির শপথ।
তবু পথ তো পথই হয়
ধুলোবালি পাথর নুড়ি জল
ঘাস মাটি উদ্ভিদ শ্বাপদ সরীসৃপসহ
গমনের লক্ষ্যে অবিচল।
এরই মধ্যে মৃণাল সেনের শরীর পুড়ে ছাই।
একাত্তরের পরে তো ভাই
সে কোলকাতা আর নাই।
তবু আমি একা একা চৌকাঠ পেরোই