Site icon আলাপী মন

নদীর তটে দেখা হবে

নদীর তটে দেখা হবে
– প্রীতি মান

 

 

তিনটে নদীর একটা গল্প,
মেঘ, আলো, ছায়া অল্প স্বল্প,
সে নদীর তটে, বুঝিনি আগে
দেখা হবে, দেখা হবে।
রূপকথার মায়াজালে বাঁধা এ সুর —
যেদিকে চাই, তোমাকে পাই
কাছ থেকে বহুদূর।
ভাবিনি আগেও এতো যে শোভা,
সান্ধ্য নদীর মনোরবে।
সোনা, ও সোনা, মনোরমা
এই পরিবেশে—
আশা, ভাষা, ভালোবাসার
কী আবেশে
পাখিদের সুরে কী জানি মনের কলরবে।
দীঘির জলে, রঙীন ফুলে, 
কথা বলে যায়,
তাই তার ডাকে, সুরে – সুরে, বেলা বয়ে যায়।
নদীর বুকে তৃষ্ণা আমার শেষ কী হবে?

Exit mobile version