কবিতা

ইত্যবসায় তিন

ইত্যবসায় তিন

-অমল দাস

 

 

রুগ্ন দুপুর ভগ্ন নূপুর লাল মেয়েটির পায়ে

জ্বলছে গৃহ ঝুলছে কৃষক এ দেশেরই গায়ে

উড়ছে ধূলো বইছে হাওয়া মাদল তালে শাল

জঙ্গলের ওই নগ্ন মানুষ পরছে গাছের ছাল।

 

খাতায় বসে হিসাব কষে অর্থনীতির সুদ

ঝুলি পেতে এগিয়ে যেতে আমরা লুটে বুঁদ

মদের নেশা বেকার পেশা ঝুঁকছে তরুণ দল

চোখের মতই শুকনো পথে ভূগর্ভস্থের জল।

 

কাঁপছে সমাজ লড়ছে লড়াই কথারই মন্থনে

দেশ বিরোধী, এক পরিধির বন্দিত হয় গানে

মিথ্যে গড়া ব্যর্থ পড়া স্বাস্থ্যরা নেই সুস্থ

কার্তুজে-র চালক নয় মরছে কেবল দুঃস্থ।

 

ভাঙছে ওরা ভাবছি মোরা চলছে যেমন চলুক

সইছে যারা বলছে তারা কেউ তো কিছু বলুক

যাচ্ছে ছিঁড়ে সভার ভিড়ে ইস্তে-হারের খাতা

চরিত্রে সব মাসতুতো ভাই ফালতু বিরোধীতা।

 

মরছে পশু পথের শিশু নাঙ্গা রাজার দেশে

হাসছে বিদূর কাঁদছে সিঁদুর,‘নট’নৃত্যের বেশে

রক্তে খেলা মৃত্যু মেলা মোম মিছিলের ঢল

সলতে পুড়ে হচ্ছে ছাই, আগুন চাইছে জ্বল!

 

ভাগের ভোটে উদার নোটে ভর্তুকিতে শেষ

কম্মে ভাঁটা ধম্মে জোয়ার আমরা আছি বেশ

রুইছি নিজ্‌ পতন বীজ ডাকছি সঘন দিন

আর কত ভাগ পড়বে পাতে! ইত্যবসায় তিন।

 

 

Loading

8 Comments

Leave A Comment

You cannot copy content of this page