চলে যেতে হবে..

চলে যেতে হবে..
-জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী

 

 

চলে যেতে হবে …
একদিন চলে যেতে হবে
ফেলে এই ঘর দূয়ার, এই শহর, এই দেশ, সভ্যতা, সখ্যতা,

সংস্কৃতি, ধর্মান্ধতা, ভালোবাসা, বিশ্বাস, ঘৃণা অবিশ্বাস–
সব, সব ফেলে চলে যেতে হবে।

পরিযায়ী পাখিদের মতো আসা আর যাওয়া
নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথ ধরে–
সময় ফুরোলেই ফেরার তাগিদ–
যেমন শীত ফুরোলেই পাড়ি জমায় বসন্তের খোঁজে।
চির বসন্তের দেশে ফিরে যাবার সে অমোঘ টান–
উপেক্ষার নেই কোনো উপায়
কারণ ও কি আছে কিছু..?
আছে কি কোনো মায়ার বাঁধন কিংবা কোনো টান পিছু..!
হয়তো বা আছে, হয়তো বা থাকে, সকলেরই কিছু না কিছু।
স্বামী, পুত্র, স্ত্রী, কন্যা, হয়তো বা কোনো গোপন প্রেম–
কিছু পাওয়া অথবা অনেক না পাওয়ার
লোভী কিংবা নির্লোভ আকর্ষণ।
থাকে আরো কিছু, ভবিষ্যতের সুখ-আশা, হয়তো কিছু আকাঙখা পূর্ণ হবার প্রতীক্ষায় প্রহর গোনে।
হয়তো বা কারো সময় পূর্ণ হবার আগেই আসে চট জলদি জরুরি তলব।
ঠিক যেমন এক প্রদীপ তেল থাকা সত্ত্বেও,
হঠাৎই নিভে যায় কোনো এক দমকা হাওয়ায়।
পড়ে থাকে পরীক্ষা পাসের সুখবর, হয়তো কোনো কিশোরী বেলা উত্তীর্ণ সদ্য যুবতী থাকে অপেক্ষায়–
থাকে কোনো মা, ভাতের থালা সাজিয়ে উৎকন্ঠায় আকূল–
অপেক্ষায় থাকে সদ্য চাকরী পাওয়ার সুসংবাদ বয়ে আনা এপোয়েন্টমেন্ট লেটারটি।
হয়তো পাড়ার জীর্ণ শীর্ণ নেড়ীগুলোও থাকে অপেক্ষায়-

তাদের প্রতিদিন বিস্কুট খাওয়ানো মানুষটির ফেরার প্রতীক্ষায়……

তবু চলে যেতে হয়– সব অপেক্ষার মায়া ছেড়ে
সমস্ত আকাঙখা ঝেড়ে ফেলে চলে যেতে হয়–
কোনো স্নেহ, ভালোবাসা বা দয়ারই পূর্ণ সন্মান জানানো হয় না।
সব কিছুই অপূর্ণ, অসম্পূর্ণ ফেলে, চলে যেতেই হয়।।

চলে যাবো–একদিন
কোনো একদিন চলে যাবো ঠিক
কারো ডাকেই আর পিছু ফেরা হবে না–
হবে না আর কোনো প্রতীক্ষারই সুখাবসান।
মান, অভিমান, আশা, আকাঙ্ক্ষা সমস্ত চাওয়া পাওয়ারই হবে অবসান—-
হবো না কারো অসন্তোষ, বিরক্ত বা বিদ্রুপের কারণ..

হয়তো থাকবে প্রতীক্ষায় অনেক সুখবর, ঘটনা, দূর্ঘটনা ও
হয়তো কষ্ট পাবে কেউ কেউ, হয়তো কেউ খুশীও হবে( মনে মনে অবশ্যই)
শুধু ফেরা হবেনা আর-
একটি বারের তরেও পিছু ফেরা….
একবার পা বাড়ালে, যেতেই হবে…
চলে যেতে হবে—-
পিছুটান যতো, সমস্ত পিছনেই ফেলে
চলে যাবো- একদিন ঠিক–
কোনো একদিন..কোনো..একদিন….।।

Loading

6 thoughts on “চলে যেতে হবে..

    1. অসংখ্য ধন্যবাদ

    1. অসংখ্য ধন্যবাদ , শুভেচ্ছা নিরন্তর

  1. খুব সুন্দর লেখা, শেষের দিকে মন একটু ভারী হয়ে গেলেও এটাই বাস্তব, একদিনের অপেক্ষায় আমরা সবাই… কলম চলুক নিরন্তর, শুভকামনা সহ প্রণাম…💐

    1. আমার এই সামান্য লেখায় এতো সুন্দর কমেন্ট,, অনেক ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য। অনুপ্রানিত হলাম,, শুভেচ্ছা জানাই….

Leave A Comment