Site icon আলাপী মন

ব্যবধান

ব্যবধান
– সীমা চক্রবর্তী

 

 

এ জীবনে কখনো দেখা হবে না তা জানি
তোমার আমার মধ্যে বাতাস করবে কানাকানি।
তুমি হলে অঝোর ধারা চাতক পাখির প্রাণে
আমি এক রুক্ষ মরু, শুষ্কতার টানে।
সাগর ঢেউয়ের শুভ্র সফেন তোমার হাসির ঝলক
বিবর্ণতার ধূলায় আঁকা আমার মাথার তিলক।
দিগন্ত নীল আকাশ তোমার মুক্তির হাতছানি
তপ্ত ভূমি শয্যা আমার, প্রতিপদে হয়রানি।
উদ্দাম স্রোত তোমার শরীর, অটুট তবু পার
ঝড় ঝঞ্ঝার নিঠুর আঘাতে আমি ভঙ্গুর চুরমার।
আমার লেখা কাব্যে তুমি স্বপ্ন জল ছবি
তোমার তরে হয়েছি আমি কলম ভাঙা কবি।
আমারই র’চা কবিতা তুমি, আমার বিরহী গান
তোমার আমার মধ্যে তবু বিস্তর ব্যবধান।

Exit mobile version