সময় অসময় দুঃসময়
– রাণা চ্যাটার্জী
সময় ,অসময় ,দুঃসময়ের পরতে পরতেবয়ে চলা জীবন,
বাধার পাহাড় ঠেলে এগিয়ে চলে সু সময়ের অপেক্ষায় ।
একবুক আকাঙ্খা,গগনচুম্বী প্রত্যাশা নয়,
সামান্য ভালো থাকার একটু ইচ্ছের ঘ্রাণ নিয়ে ভাবুক ডানার –
হা হুতাশ ঝটপটানি ধাক্কা খেয়ে ফেরে নিঃশব্দে,
গভীর রাতে ছায়া ঘেরা আবছায়া দূরের বাতিস্তম্ভে।
কে আমি,কে তুমির আলোআঁধারি জিজ্ঞাসা আষ্টেপিস্টে জাল বোনে আধুনিকতার গ্লানি!
এই আছি ,মরি বাঁচি ,তবু গা ঘেঁষাঘেঁষি ,
ইট কাঠ জঙ্গলে বসবাসে ,কৃত্রিম হাসি খুশি!
এটা কিনি,সেটা কিনি ,জীবন তো ছিনিমিনি।
বেঁচে থাকা সস্তা ,পিচ্ছিল কাদা ভরা রাস্তা ,
যান্ত্রিক মানবতয়ায় ভরে যায় দেশটা !
তবু বলে ওঠে কেউ ,সমুদ্রের গোন ঢেউ ,
ফিস ফিস করে মন ,চুপ চাপ কাজে মন ।
সময়ের কথা শোন ,চারিদিকে আলোড়ন ।
এটাই তো জাগরণ ,দুঃসময়ে এ ভুবন ।
আকাঙ্খা ভাসবেই ,সুসময়ও আসবেই ।
দুঃসময় কাটে ওই সুদিনের আলোতে ,
মানুষের ভালোতে ,মনের ঝলমলেতে ।