কবিতা

সেই মেয়েটি

সেই মেয়েটি
– অঞ্জনা গোড়িয়া

 

মেয়েটির সারা গায়ে কদর্য কালো দাগ
শ্যামলা মেয়ের শ্যামল বরন মুখ খান,
আষাঢ়ে মেঘের আল্পনা আঁকা গায়ে,
ফ্যাকাশে মুখখানি, বিষ্ময়ে অবাক মেয়ে।
টলতে টলতে পথ খুঁজে পৌঁছালো বারান্দায়
ঝোঁপের আড়াল থেকে পালিয়েছে বহু মৃতপ্রায়
মৃদু কন্ঠে ডাকল,মা আমি এসেছি ফিরে,
কতক গুলি গুন্ডা আমাকে রেখেছিল ঘিরে।
বড় ক্লান্ত,একটু ঘুমাতে চাই তোমার কোলে
ভালোবেসে ঘর ছেড়েছিলাম,না বলে—
হৃদয় হীন যন্ত্রনা এঁকেছে সারা শরীর টাই
দেরী হলে ও বুঝেছি ,এলাম ফিরে তাই।
ছেলে মানুষী কিছু সিদ্ধান্ত ,যা ছিল সবই ভুল
মনে দৃঢ় প্রতিজ্ঞা রইল,আবার যাবো স্কুল,
হার মানবো না,পৃথিবী যতই করুক বিদ্রুপ
সাফ করবো ই জীবনের যত জঞ্জাল স্তূপ।
অসহ্য যন্ত্রনা বুকে দাঁড়িয়ে আছি মাগো,
দরজা খোলো আমায় আবার কাছে ডাকো।
পূব আকাশে আগামী কালের সূর্যোদয়,
কেমন মাথা তুলে ডাকছে, আমি করবই জয়।

Loading

Leave A Comment

You cannot copy content of this page