পথ
-নীলোৎপল সিকদার
কারা যেন যেতে যেতে পথ আঁকে
চেতনা ক্ষয় করে চিহ্ন রেখে যায়,
বুকের কখান হাড় পুড়িয়ে
ভালোবেসে তারা আলো জ্বেলে রেখেছে,
চির ফলপ্রসূ বোধের সে পথে
ভুল মানুষেরা তবু ভুলে ভুলে
অনুপ্রাণীত অনুরাগে অবিরাম হাঁটে
এক কণা আলোর সন্ধানে…
আমারও হয়েছে কত দোষ
ভুল করে ভুলেও হয়নি হাঁটা
সে পথ বেয়ে বেলায় বেলায়
পথে পড়ে রই তবু পথ পাইনে খুঁজে…
মৃত্যুর মত তুফান তরঙ্গে ডুবে যাবে
জানি আমার পৃথিবী অতল তলে
যদি প্রচেষ্টা সাধনায় বেঁচে থাকা সময়ে
পেরিয়ে যেতে না পারি অঙ্কিত পথ
তবে কি হবে পথ আর তার চিহ্ন ছুঁয়ে!
এ জীবন মসি লিপ্ত হয়ে রয়েই যাবে
চিরদিন অন্ধকার আড়ালে
আসছে জনমে আবার না হয় হবে
পথ চেয়ে পথে পথেই ঘোরা…