বিবেক
-পাপিয়া ঘোষ সিংহ
বিবেক তুমি আজও কি জেগে আছো___
সদা সত্যের সম্মুখীন হতে??
না তুমি আজ ঘুমিয়ে আছো, কুম্ভকর্ণের মতো ।
ছয় মাস? ছয় বছর? নাকি অনন্ত কাল___
থাকবে তুমি নিদ্রিত???
চারিদিকে এত অনাচার, তুমি নীরব,
কেন তুমি মিথ্যার কাছে পরাজিত আজ?
পৃথিবীর এই রঙ্গমঞ্চে একবার উঠে দাঁড়াও।
একবার গলা ছেড়ে গান গাও____
তুলে ধর সত্য কে ।
তুমি তো অমর, তবে কেন মৃতপ্রায়?
ভীষ্মের শরশয্যায় শায়িত তুমি?
রাবণের চিতার মত তোমার অমরত্ব?
তাই কথা নেই মুখে,
বিভেদ নেই সত্য – মিথ্যার ।
“অশ্বত্থমা হত___ইতি গজ “_____
এর থেকে বার করে নিয়ে এসো সমাজ কে,
অন্ধ গহ্বর থেকে সত্য কে___
নিয়ে এসো সূর্যের আলোকে ।
সমুদ্রের গভীর থেকে নিয়ে এসো__
গোলাকার লাল সূর্য কে ।
তোমার ক্ষয় নেই, অক্ষয় তুমি,
ফিনিক্স পাখির মতো___
ছাই হয়ে যাওয়া বিবেক কে___
বাঁচিয়ে তোল,
আবার মুক্ত আকাশে ওড়ো_
সাহসের ডানায় ভর করে ।
করো সত্যের প্রাণ প্রতিষ্ঠা ।।