কবিতা

আয়না

আয়না
-সঙ্কর্ষণ

 

 

 

অচেনা অজানা একটা খিসখিসে বিদ্রূপের রেশ,
নিঃশব্দে ভরিয়ে চলেছে দূর্গের বাতাস।
একটু একটু করে পেঁচিয়ে ধরছে একটা ভয়…
ঠিক অজগরের মতো,
পাহাড়ের কোলে আজও জন্ম নিচ্ছে, একটা নীলচে হিম।

নিস্তব্ধতার বুকে কাঁপন ধরানো সে নীরব চিৎকার
প্রতি রাতে আঙুল তোলে কঠিন দৃষ্টিতে,
ফিরে ফিরে দেখায় ঐ… ঐ দাগটা।
ওটা মোছেনা, ওটা ওঠেনা, ওটা সরেনা কিছুতেই,
রাতগুলো চলে যায়, অদ্ভুত এক গ্রহণ রেখে
ধিক ধিক শব্দে ভরে ওঠে আয়নার ওপার,
পেছনে রেখে যায় নির্ঘুম, অশান্ত একেকটা ভোর।

তাজা রক্তের ছাপে রাঙানো দুটো হাত
প্রশ্ন রাখে, “কেন, কেন, কেন? “
নিশ্চুপ বিবেকের উত্তরে কালো হয়ে আসে
ইনভার্নেসের আকাশ,
পাথুরে দেয়ালে ছায়ার সাথে
লুকোচুরি খেলেন স্কটল্যাণ্ডের রাণী…
আয়নার ওপারে হিংস্র আতঙ্ক চারিয়ে রাখেন
কোনো এক লেডি ম্যাকবেথ।

ঘুম… একটা শান্তির ঘুম চায় চোখ দুটো
হোকনা তা কবরেই… ঠাণ্ডা, নিস্তেজ, নিঃঝুম।

Loading

Leave A Comment

You cannot copy content of this page