Site icon আলাপী মন

নিছক স্বপ্ন

নিছক স্বপ্ন
– শংকর হালদার

 

 

স্বপ্ন মানে সময়ের খোপে খোপে
পাখির মতো ঠুকরে ঠুকরে বাসা বাঁধা
কালের স্রোতে স্থায়ী কারো তাসের ঘর।

স্বপ্নচারী চাতকের প্রাণ
দমকা কিংবা মৃদু হাওয়ার ক্ষত
নীরবে সয় শরীর পেতে।

নিছক খোলা ইটের পাঁজরে
কখনো সখনো নিছক খেলা ঘর
সাক্ষী হয় দগদগে ক্ষত
তখন ও স্বপ্ন ..স্বপ্নের মায়াহরিণী
আপন খেয়ালে স্বপ্ন রচে বিজন পথে।
উষ্ণ বুকে মরুযান যেমন
পথচলে অবহেলিত পায়
রজ্জুহীন মরূদ্যানের মায়াবী টানে।

চঞ্চুর মায়াকানন এখনও রচে।

উদভ্রান্ত মন নিছক স্বপ্ন গেঁথে বেঁচে বর্তে আছে
বিবর্ণ চোখে বর্নের জলছবি এঁকে ।

Exit mobile version