কবিতা

পথ অনেক দুর

পথ অনেক দুর
-সুপ্রিয়া চক্রবর্তী

 

 

যোজন যোজন পথ হেঁটে গন্তব্যের দেখা মেলে না
মাইল ফলক এর পর মাইল ফলক পেরিয়ে যায়
লক্ষ্য গন্তব্যের থেকে অনেক দূরে

নদীর জলে সাঁতরে সহজ পথ পাওয়ার চেষ্টা করি
গাংচিল এসে রাস্তা বন্ধ করে দেয়

অন্য পথ ধরি, সে পথ জঙ্গল আর পাথরে ভরা
নুড়ি পাথর সরিয়ে, জঙ্গল কেটে তবে পথ মসৃণ করতে হয়

মসৃণ, ফুল ছড়ানো পথের দেখা কোথাও পাই না

জীবনের শেষ কিনারে এসে এমন একটা পথ পেলাম,
আকাশের দূত এর মত এসে কে যেনো খুলে দিয়ে গেল পথের ঠিকানা
দুর থেকে এক আলোকরশ্মি দেখা যায়
দিগন্ত ছুঁয়ে, ওই সে পথের ঠিকানা।

Loading

Leave A Comment

You cannot copy content of this page