আমার আজ, কাল এবং প্রতিদিন
-জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী
আজ … আবার সকাল হলো
লালচে কমলা সূর্য্য টা প্রতিদিনের মতই সেই কোন ভোরে
ঝিলের ওপার থেকে টুক করে আকাশে উঠে পড়েছে …..
পাখি ডাকল ….মোরগ ও তার সুতীক্ষ্ণ চিত্কারে
সূর্যোদয়ের কথা জানাতে ভুললো না ….
রহিম চাচা মাঠে গেলো ….বুধোন গয়লাও
দুধ দিতে বাড়ি বাড়ি …..
শুধু আমার ই সকাল ….
সে রাতের চেয়েও অন্ধকার ….
শেষ না হওয়া এক অনন্ত অমানিশা ,
দুরূহ, সীমাহীন অজানা এক পথে
হেঁটে চলেছি একাকী ….
যার শুরু, শেষ কোনটাই আর দৃষ্টি গোচর নয় …
শুধু ছুটে চলা …অন্তহীন গতিপথ সময়ের
থামার উপায় নেই …শুধুই চলা …
বিরাম হীন বিশ্রাম হীন ..ছুটে চলা …
উদ্দ্যেশ্য, গন্তব্য কোনটাই স্থির নয়…
শুধু পথ চলা ..শুধুই চলা ..
শুধুই …….ll
বেশ লাগলো কবিতাটা। আরো পড়ার ক্ষিদে বাড়লো।
ধন্যবাদ
খুব ভালো লাগলো । আরো লেখা চাই
ধন্যবাদ
ভালো লাগলো কবিতাটা
সুন্দর হয়েছে।