কবিতা

লালনে আপন

লালনে আপন

-তোফায়েল আহমেদ

 

 

আপন যখন পর হয়ে যায় সঙ্গতে
আপন থাকে কষ্টেতে,
গোপনে কিছু অভিমান ঝরে যায়
দৃষ্টির লবন বৃষ্টিতে।

 

কষ্টের উপর কষ্টের নাচন খেলায়
বুকটি করে ব্যথা,
জীবনের মধু যাপন থমকে দাড়ায়
অল্প বলে কথা।

 

আপনার যত সুধা আপনেই মিটে
অন্যে মিটে না,
অসুখের দাওয়াই আপনার ঘরে
অবুঝে খোঁজেনা।

 

জীবনের স্বভাব হারিয়ে খুঁজে
এটাই আপন ধর্ম,
পিপাসার কন্ঠ জলে হয় শান্ত
জল বুঝেনা তার মর্ম।

 

মনের গহীনে ব্যথার বসবাস
রজনীও জানেনা,
সারাজীবন বহে বেড়ায় তাকে
বর্তমানকে বলেনা।

 

এর নামকেই বলে ভবের জীবন
খোঁজতে হয় তার আপন,
আপনাকে খুঁজে আপন ডুবালেই
দুঃখ করে যায় রোপন।

 

আপনার কথা আপনে শেষ হয়না
নিঃশ্বাসের ঢেউয়ে চলে,
আপন যখন আজীবন গোপনে
থাকে, তাকেই আপন বলে।

 

বর্তমান চলে তার স্রোতের ধারায়
চলমানে চলন মিলন,
সবিনয়ের জীবন অভিনয় করে
গোপনে লালনে আপন।

Loading

Leave A Comment

You cannot copy content of this page