Site icon আলাপী মন

ফিরে এসো সুচেতনা (১)

ফিরে এসো সুচেতনা (১)
-শিবশঙ্কর মণ্ডল

 

 

সুচেতনা, প্রতীক্ষার উষ্ণালু ঠোঁটের সুর
শিশির বক্ষে ফসলেরা ঘুমায় হেমন্তে।
ধূপছায়া শাড়ীর আঁচলে মিঠেল রোদ্দুর
ফিরে এসো পৌষের সোনালী ক্ষেতে।

 

শান্তির শব আঁধারে মাটিকে ভালোবেসে
মৃত্যু স্থির নীল নক্ষত্র পথেরই যাত্রী।
এখানেই স্বপ্নেরা আজো রূধির উল্লাসে
নিরাসক্ত পিপাসায় জাগে রূঢ় রাত্রি।

 

প্রিয়ংবদা হৃদয় বিনিময়ের অপরাধে
মনের সমুদ্রে সাজায় গোপন সিন্ধু।
স্বপ্নাবিষ্ট আঁধার জোনাকি আলোর স্বাদে
কচুর পাতায় ঝরে হিম শিশিরবিন্দু।

 

শীত শীতল উষ্ণতা তিমির আলিঙ্গনের
প্রেমিক চাঁদের ললাটে ছোঁড়ে আজ ইঁট।
বুকের উষ্ণতায় নির্মিত সেই জয়স্তম্ভের
দেয়ালে আজোও ফাটায় ‘ডিনামাইট’।

 

‘ফিরে এসো সুচেতনা ‘আলো অন্ধকারে
ফোটাও হাসি,হাসুক বেদনাময় মুখ।
তোমার অতৃপ্ত বুকের জ্বলন্ত অঙ্গারে
পুড়ে ছাই হোক্ এই শতাব্দীর অসুখ।

 

যোগাযাগহীন দূরত্বের এই ব্যবধান ঘুচে
হৃদয়ের কার্নিশে এঁকে প্রেম আলপনা।
উর্বরা মৃত্তিকায় রূধির পদচিহ্ন যত মুছে
আবহমান পথে ‘ফিরে এসো সুচেতনা ‘।

Exit mobile version