Site icon আলাপী মন

রাজযোটক

রাজযোটক
-শুভঙ্কর অধিকারী

 

 

উটকো ছোড়া ভ্যাবলাকন্ত
দেখতে যাচ্ছে মেয়ে।
পাড়ার লোকে অবাক হয়ে,
দেখতে থাকে চেয়ে!

 

সঙ্গে যাচ্ছে বাবা, কাকা,
বাবুয়ানার সাজে।
ভ্যাবলার আজ ভীষণ তারা,
দেখাশোনার কাজে!

 

মখমল ধুতি কোঁচা মেরে
গায়েতে রঙিন কুর্তি!
ভ্যাবলার তাই মুখে হাসি,
মনেতে ভীষণ ফুর্তি!

 

শাম্পু দেয়া চুলের বাহার
উত্তম কুমার ছাটে
নধর শরীর দুলকি দোলে
জোরসে যদি হাঁটে!

 

ভ্যাবলাকান্ত একটু শান্ত,
ক্যাবলা সে নয় মোটে।
হাসতে শুরু করলে রে ভাই,
হাসির ফোয়ার ছোটে!

 

অজ পাড়াতে বাড়ি মেয়ের,
নামটি যে তার খুন্তি।
পাত্র দেখেও জুটছে না তার,
শয়ে’ র উপর গুনতি!

 

নাদুস নাদুস চেহারাও তার,
একটু বটে কালো।
হাসির ব্যামো তারও তবে,
মনটা ভীষণ ভালো!

 

অবশেষে সবাই হাজির,
খুঁজে মেয়ের বাড়ি।
আদর আপ্যায়নের মাঝে,
জমলো মজা ভারি!

 

ভ্যাবলা খেলো খাবলা মেরে,
গোটা কয়েক মিষ্টি।
খেতে খেতেই খুন্তির সাথে,
হল বিনিময় দৃষ্টি!

 

খুন্তি হাসে, ভ্যাবলা হাসে,
হাসছে গোটা গুষ্ঠি।
ব্রাহ্মণ বলে ‘রাজযোটক এযে’,
দেখে তাদের কুষ্ঠি!

Exit mobile version