
আজও বেঁচে আছে
আজও বেঁচে আছে
-তমালী বন্দ্যোপাধ্যায়
আজও বেঁচে আছে ঘাসের আগায় শিশিরবিন্দু কণা।
আজও মেলে দেয় আকাশের বুকে হলুদ পাখির ডানা।
আজও বেঁচে আছে রূপালী আলোর নরম লাজুক চাঁদ।
আজও তো লুকিয়ে পাহাড়ের বুকে গভীর গোপন খাদ।
আজও বেঁচে আছে লাল টুকটুকে গোলাপের কুঁড়িদল।
আজও উড়ে যায় নীলচে ডানায় প্রজাপতি চঞ্চল।
আজও বেঁচে আছে দিনযাপনের খুনসুটি ভরা সুখ।
আজও সুর তোলে উষ্ণতা ভরা জীবনের হাসিমুখ।
আজও বেঁচে আছে গোধূলিতে রাঙা জীবনের বিশ্বাস।
আজও প্রাণজুড়ে ভালোবাসা ভরা তোর-আমার নিশ্বাস।
আজও বেঁচে আছে রাগরাগিণীর মিলে যাওয়া যত সুর।
আজও ছুটে চলে রঙিন এ মন দূর থেকে বহুদূর।
সবকিছু নিয়ে বেঁচে থাকা আর বাঁচানোতে বড় সুখ।
রোদ্দুরে মাখা,বৃষ্টিতে ভেজা, জীবনের চেনা মুখ।


3 Comments
অনোজ ব্যানার্জী
ভারী সুন্দর কবিতা।
Anonymous
খুব সুন্দর 👌👌
Rajasri Chakraborty
Beautiful poem