জলাভূমি
-অযান্ত্রিক
মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে ,দেখি রাতের সদ্য কিশোরীর মতো হাসি,
ছুঁতে চেয়ে আদর কাঙাল, মনে হয় যাই ,বিপত্নীক পুরুষের মত হেটে আসি।
যতটা পায়ে হেঁটে পার হওয়া যায়, সেটাই সীমানা,ওপারে দৃষ্টিবর্জিত জলাভূমি,
কতদিন যার দিকে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে নিশ্চিন্তে নেমে গেছো তুমি।
পায়ে ঠেকেছে নুনের পাথর,দেখেছো শিংওলা হরিণ স্বপ্ন চাটছে কিনারে,
দূরে দুটো মাংসাশী চোখ লোভের আগুনে সেঁকে নিচ্ছে দাঁত চুপিসারে।
ভীতুদের আঁতুর লাগা কানে ,পাখিদের শিস আর পালানোর আওয়াজ,
তোমারও গায়ে কাঁটা, কপালে ঘাম,ভাগ্গিস অঘোরে ঘুমিয়েছিলে আজ।
জানলায় মরা চাঁদের আলো,বিছানা ভাসালে, দপদপ করে কপালের শিরা
ফোঁটা ফোঁটা অঘুমের শিশির জমে কপালে খেলে যায় ভয়ের জোনাকিরা।
জ্বলে নেভে মুছে যায় বার বার বুকে নিয়ে মানবিক যেসব জলাভূমি,
কতদিন যার দিকে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে নিশ্চিন্তে নেমে গেছো তুমি।
শরীরে শরীর লোভ,পোষমানা পিঁপড়ের মতো,গুড় চাটে, পাখা ওঠা ভয়,
ছেনেছে নিয়ম মতো,বুক পেট চিবুক ,ভালোলাগার কেনা তরল সময়।
মাঝে মাঝে ঘুম ভেঙ্গে যায় রাতে,ঘুমের মধ্যে ভেসে ওঠে মনের জলাভূমি,
ওপারে শ্বাপদের ভয়ের এলাকা, মনের মধ্যে পার করছো একা জেগে তুমি।