Site icon আলাপী মন

দীপশিখা

দীপশিখা
-পলি ঘোষ

 

 

আজ আমার যতদূর চোখ যায়,
কেবলই নিয়ন আলোর দ্বীপশিখা টি
আজ ক্রমশ ফ্যাকাশে মনে হয়।
আজ শহরের সোডিয়াম বাতির আলোয়
দেখি কোথাও কোথাও আলোক জ্বলতার অভাব
সোডিয়াম বাতির এক আলোয় ঘেরা,
সন্ধ্যাবেলায় নিজেকে আলোর মাঝে একটু বেঁচে থাকার আশা।

আজ নিজেকে অন্ধকার থেকে আলোর পথে আনতে লেখা মিষ্টি শব্দের আনাগোনা ।
আমি আজ আঁধার কে করি ভয়।
একটু আলোর মাঝে নিজেকে মেলেধরা।
তবুও আমি আলোর মাঝে স্বপ নিয়ে বাঁচতে শেখা।

আজ তবুও দেখি সূর্য অস্ত যাওয়ার শেষে, আলো রোজ প্রভাতে
দেয়াল ঠেলে এসে জমা হয় নতুন এক স্বপনের আগমনী বার্তা নিয়ে।
একটু রোদূর হাতে নিয়ে আমি আমার মিষ্টি শব্দের
ভান্ডার সাজিয়ে তুলি রাম ধনুর আকারে কলমের ডগায়।
আমি তো আজ পরাজিত না হার মানা তো আমার শোভা পায় না।
আমি উঠব আবার জ্বলে আমার আপন শক্তির বলে।
আঁধারকে হার মানিয়ে আমি আলোর দ্বীপ শিখা হয়ে জ্বলব।

Exit mobile version