যতক্ষণ না তুমি আসবে
-সত্যেন্দ্রনাথ পাইন
যতক্ষণ তুমি ছিলে উদ্বাস্তু অগ্রাহ্য
বিক্ষোভ দানা বাঁধেনি, শুনছো সাম্রাজ্য?
যতক্ষণ তুমি ছিলে না, হতো অসুবিধে
বৃষ্টি থামেনি, মিটলো না খিদে
যতক্ষণ সিঁদুর খেলা হল না শেষ
গোধূলিই দেখালো দিগন্ত অবশেষ
যতক্ষণ স্বর্গ ছিল না, কেমন অস্থায়ী
সন্তান ‘মা’ বলবে কাকে, হবে স্তন্যপায়ী?
স্মৃতি এল না ফিরে রাগে অনুরাগে
যতক্ষণ তুমি না আস কেমন ফাঁকা ফাঁকা লাগে।