Site icon আলাপী মন

সময় রাজা

সময় রাজা

-নীলোৎপল সিকদার

 

 

সময় রাজা করেছে আমায়
একলা একা ডুবিয়ে আপন হাতে
সময় জলে ডুবে থাকি একা একা
আমার কেবল একলা লাগে…

ডুবার আগে দেখেছিলাম উদার আকাশ
তারায় তারায় চন্দ্র উদয় জোছনা বুকে
আকাশ এখন আর দেখি না
সে যে মুখ ফিরিয়েছে দারুন অবহেলায়
জোছনা ঢেকে তারারা সব আড়াল করে
আমার কেবল একলা লাগে…

ডুবতে যাওয়ার পথের পাশে
দেখেছিলাম জল বুকে
নদীটিরে বয়ে যেতে
দূরে ঐ নদীর পাড়ে দাঁড়িয়েছিলো
মাথা তুল মস্ত পাহাড় আকাশ তলে,
মন্দির এক জেগেছিলো নদীর ধারে
বাজিয়ে তার কাঁশর ঘন্টা,
সবই ছিলো চারপাশে পূর্ণিমা ছাওয়া
নদী তবু বাঁক পেরিয়ে
চলেই গেলো অচিন দেশে
আমার আমি ডুবিয়ে দিলো
সময় রাজা আপন হাতে
আমার কেবল একলা লাগে…

Exit mobile version