Site icon আলাপী মন

স্মোক লঙ

স্মোক লঙ

-কাজল দাস 

 

 

সিগারেটটা ধরানো মাত্রই প্রতিদিনের মত আজও কানাই এসে হাজির। কি করে বোঝে আমার উপস্থিতি আমি জানি না। তাহলে কি ও কোনো গন্ধ পায়? এবার হাতটা বাড়িয়ে দিয়ে বলবে- “বাবা তারক নাথের চরনে সেবা লাগে, দেন বাবু, অন্ধ লোককে কিছু দেন।”
কিন্তু না, আজ- সে আমাকে এক অদ্ভুত কথা বলল- “বাবু সেই ছোট বেলা থেকে শুনে আসছি মন্দিরে দেবতা থাকে, প্রতিদিন তার পূজা হয়, কিন্তু দেখুন আমি কি অভাগা, তাকে দেখলামই না। আর আপনারা কত ভাগ্যবান।”- এই বলে চোখের জল মুছতে মুছতে বলল- “আসি বাবু, ভগবান আপনার……”

এই শহরে আমি চাকরির খোঁজে আসি, ঘরে মা আর অবিবাহিত ছোট বোন। একপ্রকার তারাই মুখ বুজে ভাতের যোগান দেয়। রাস্তার পাশে চায়ের দোকানে বসে মায়ের তুলে দেওয়া রোজকার কুড়ি টাকায় আমার অকর্মন্য সময় ভালোই কাটে।

কানাই যেন প্রথম আজ আমাকে দেবতা দর্শন করিয়ে গেল। কিন্তু কি করে বোঝাই কানাইকে চোখ থাকলেও ভগবানকে সবাই দেখতে পায়না।

 

Exit mobile version