Site icon আলাপী মন

চেষ্টা জারি আছে

চেষ্টা জারি আছে
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

চেষ্টা জারি আছে।
শ্বাসকষ্ট সহ সমস্ত কষ্টের হাত থেকে
মুক্তির চেষ্টা জারি আছে।

কাঁটার আঘাত সয়ে ফুলের সুঘ্রাণ
গ্রহণের মরিয়া চেষ্টাও জারি আছে।

বিশ্বাসঘাতকতা সয়ে বিশ্বাস করার
দুর্লভ শক্তি মানুষের মনে আজও জেগে আছে।

চেষ্টা ও ইচ্ছার যুগল মিলনে
চেষ্টা অব্যাহত রাখার ইচ্ছাশক্তি
ধানক্ষেতে মুক্তি আনে কাস্তের ঘর্ষণে।

অথচ কবিতা আটকে আছে
জ্যামে–শ্যামবাজার চৌরাস্তার মোড়ে।
কোথায় নাকি বেপরোয়া চালকের দোষে
সব ভাব ও ভাবনা চাপা পড়ে গেছে।
অনেকানেক শব্দের নিথর দেহ
ইতস্তত পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে।

তবু চেষ্টা জারি আছে।
ফেসবুকের জরুরি বিভাগে
ইনটেনসিভ কেয়ার ইউনিটে। 

Exit mobile version