রিইউনিয়ন

রিইউনিয়ন
-রিতম কর

 

 

সময়টা প্রায় দুপুর 12টা।সামনে একগাদা ফাইল,পেন,ল্যাপটপ,টিফিন বক্সে আধখাওয়া রুটি,জলের বোতল নিয়ে অফিসের কাজে ভীষণ ব্যস্ত।এরইমধ্যে একটা unknown no. থেকে call.খানিক বিরক্ত হয়েও ফোনটা receive করতেই-
―Hello,Ritam দা, আমি Kanchrapara College Phy Dept. থেকে বলছি..
―আরে,হ্যাঁ, বলো বলো..
― আগামী 20th Nov. সকাল 11টা থেকেআমাদের freshers-farewell-reunion program.তোমার নিমন্ত্রণ।অবশ্যই এসো,খুব ভালো লাগবে।
ফোন রাখতেই এক অদ্ভুত শিহরণ।চার বছর আগে কলেজ ছাড়লেও এখনও প্রত্যেক বছর এই ফোন কলটার জন্য অপেক্ষা করে থাকি।last দু বছর জেঠুর অসুস্থতা,Job exam,আরো কিছু কারনে যেতে পারিনি।তাই এই বছর তো কোনোভাবেই miss করা যাবে না।কিন্তু এখন এতকিছু ভাবার সময় নেই।আজকের মধ্যে এই কাজটা নামাতেই হবে।তাই আপাতত phone silent রেখে আবার ঘাড় গুঁজে দিলাম computer screen-এ।বিকেলের মধ্যে ঝটপট কাজ শেষ করে ফোন on করতেই টুং টাং। Hi,Hlw,Happy New Year আটকে থাকা কলেজ গ্রুপটা তে একসাথে শ-দেড়েক মেসেজ।বুঝলাম ফোন গেছে সবার কাছেই।স্বাভাবিক ভাবেই সবাই খুব excited. আজকে আর শেষ বিকেলে ভিড় বাসে ঠেলাঠেলি করে বাড়ি ফিরতে ইচ্ছে হলো না।ট্যাক্সিতে উঠে পিছনের সিটে গা এলিয়ে দিতেই চোখের সামনে ভেসে এলো একের পর এক ছবি।
Fresher’s এই একটা শব্দই মুহূর্তে সমগ্র ডিপার্টমেন্ট এর মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিলো।প্রথম বছর সেজেগুজে দূরু দূরু বুকে গিয়ে intro দেওয়া থেকে পরের বছর অনেক দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়া,পুরো ব্যাপারটা properly organise করা,gift কেনা, নানাভাবে ঘর সাজানো,তারই মাঝে আড্ডা,খাওদাওয়া,কোন নতুন মেয়ে এবারে এলো সেই খোঁজটাও টুক করে নিয়ে নেওয়া…এসবের মধ্যে দিয়ে কয়েকদিনেই দাদা-দিদি, স্যার,বন্ধুদের সাথে যে bonding টা তৈরি হয়েছিল সেটা অন্য level এর ছিলো।এরপর অনুষ্ঠানের দিন মাঞ্জা মেরে গিয়ে ফটো তোলার হিড়িক,অনুষ্ঠান সঞ্চালনা,নাচ,গিটারে গান,…শেষে বিরিয়ানির একটা এক্সট্রা প্যাকেট পেলে তো কোনো কথাই নেই..ওঠা-পরা মিলিয়ে সবটা একটা memorable journey,যেখানে জীবনের অন্যতম সেরা সময়টা কেটেছিলো।কলেজের সেই শেষ দিনটার কথা আজকে ভীষন মনে পড়ছে যেদিন শেষ গ্রুপফি fb তে পোস্ট করে লিখেছিলাম ‘প্রথম যখন কলেজে এলাম,ভাবলাম এ আবার কোন খাঁচায় এসে ঢুকলাম! কিন্তু যতদিনে স্বাধীনতা পেলাম,ততদিনে এই খাঁচাটাকে ভালোবেসে ফেলেছি’ আজকে আরো একবার সেই খাঁচাটার কাছাকাছি ফেরা….

20th Nov.
যে আমি শ্রীমান রিতম কর,রোজ মায়ের হাঁকাহাঁকি তে ঘুম থেকে উঠে নাকে মুখে গুঁজেই অফিস ছুটতে হয়,সেই আমি আজ উত্তেজনায় সক্কাল সক্কাল উঠে পড়ে অফিস তো ডুব মেরেইছি, পারলে এখনই কলেজে গিয়ে হাজির হই।যেন শুরু থেকে কোনো moments miss না করি।এতদিন পর সিনিয়র,জুনিয়র সবার সাথে দেখা হবে সে কি কম চাড্ডিখানি কথা নাকি!
স্নান করে অভ্যাস মতো ইস্ত্রি করা formal dress পড়তে গিয়েও T-Shirt আর জিন্সটাই চাপালাম।
কলেজের গেট দিয়ে ঢুকেই থমকে দাঁড়ালাম একটু।ডানদিকের মাঠটায় হরেক রকম ফুল,তার মধ্যেই কেও একা, কেও বা জোড়ে, কিছুজন আবার গোল হয়ে খাবার দাবার নিয়ে বসে গল্পে,গানে এর ওর পিছনে লাগছে,হেসে গড়িয়ে পড়ছে…ভীষন চেনা কিছু দৃশ্য,প্রত্যেক বছর মুখগুলো পাল্টে পাল্টে গেলেও ঘটনাগুলো একই থাকে।
সিঁড়ি দিয়ে তিনতলায় উঠতেই খুব চেনা একটা গন্ধ।দেয়ালে,দরজায় নতুন রং,আধুনিক projector, নানারকম মডেল এ ডিপার্টমেন্ট অনেক ধোপদুরস্ত হয়ে উঠলেও যে গন্ধটা বোধহয় একইরকম রয়ে গেছে।আর তার মধ্যেই সেজেগুজে ছুটে বেড়াচ্ছে কিছু অচেনা ছেলে মেয়ে।আমি যেতেই কয়েকজন একটা চেয়ার এ বসিয়ে দিলো।ওরা সবাই আজকে খুব ব্যস্ত।উৎসাহে ওদের মধ্যে যে কেও আজকে যেকোনো নামিদামি event manager কে নিশ্চিত হার মানিয়ে দেবে।
প্রথমেই এলো পান্ডে দা, গুরুদেব আমাদের।এসেই এমনভাবে জড়িয়ে ধরে কথা বললো যেন তিন বছর নয়,তিন দিন পর দেখা, এখনো এতটাই সহজ।তারপর এলেন আমাদের H.O.D. ,Sir কে নমস্কার করে পরিচয় দিতেই চিনতে পারলেন দেখে ভালো লাগলো।। কিন্তু এদিকে আমাদের লাটসাহেব গুলোর পাত্তা নেই,কত্ত ব্যস্ত সব!(উত্তেজনায় মন কি আর এটা বোঝে যে আমিই নির্ধারিত সময়ের অনেক আগে এসে হাজির হয়েছি!) ঠিক সময়ে প্রথমেই এলো আমাদের সিদ্ধার্ত,প্রত্যেক বছরের মতো এবারের পাঞ্জাবি-টাঞ্জাবী পড়ে একেবারে জামাই জামাই লুকে।ওর সাথে সাথেই দেবনীল।ব্যাটা আরও সিরিয়াস হয়েছে মনে হচ্ছে,after all Phd করছে বলে কথা।কিন্তু ওর সেই চশমার ওপর দিয়ে তাকানোটা আরো ধারালো হয়েছে মনে হচ্ছে। এরপরেই পৃথা,আমাদের topper, ক্লাসে সবসময় চুপচাপ থাকা মেয়েটা এলহন স্কুল টিচার,চুপি চুপি আবার বিয়েও করে ফেলেছে।এরপর একে একে ল্যাদখোর চয়ন,অংকিতক্রিমিনাল বাণীদ্বীপ,সুজন মটু,দিতি… আরো অনেকেই।দীর্ঘদিনের অন্যভ্যাসের পরেও নামের সাথে ধাম গুলোও মনে আছে তাহলে। ও বাবা,এর মধ্যেই আবার শাড়ি-টারি পরে crush দিদিও হাজির with her same 440 volt smile. আর সবার শেষে এক মুখ দাড়ি নিয়ে গিটার কাঁধে অভিরূপ।হতচ্ছাড়াটা এবছরও পাঞ্জাবি না পড়ে সেই shirt, pant. এসেই এমন লম্পঝম্প জুড়লো,কারা যে নবীন আর কারা যে প্রাক্তন বোঝা দায়!
আনন্দে ভাসছে সবাই..ভেসে যাচ্ছে সময়ের মতো,পরিবর্তনের মতো..
যাই হোক মোটামুটি সবাই আসতেই মূল অনুষ্ঠান শুরু হলো।প্রথমেই স্যার,ম্যাডাম দের উপহার,বক্তব্য ..আর তারপরেই আমাদের পালা…ফটোফ্রেম আর একটা গোলাপ,,উপহার পেতে কার না ভালো লাগে,আর ইয়ে মানে,সেটা যদি কোনো সুন্দরী জুনিয়র এর হাত থেকে হয় তাহলে তো কোনো কথাই নেই। ধীরে ধীরে সময় গড়াতে লাগলো নাচে,গানে,আবৃত্তিতে..।এরই মাঝে হঠাৎ ছন্দপতন।গান গাইতে গাইতে অভির গিটার এর একটা তার গেলো পটাং করে ছিঁড়ে….যদিও তাতে থোড়াই কেয়ার,সবাই মিলে এমনিই গলা মিলিয়ে জমিয়ে দিলো।একে একে intro নেওয়া,শ খানেক ছবি তোলা,হাসি ম্যারমধ্যে দিয়ে শেষের দিকে এগোতে লাগলো সময়…কিন্তু আসল জিনিসই যে এখনও বাকি..বিরিয়ানি..🤤যত বিকেল এগোচ্ছে ততই মন কবিতা ছেড়ে বিরিয়ানির গন্ধে মাততে চাইছে।একবার শেষ হতেই ডার্ক রুমের সামনে লম্বা লাইন…প্যাকেট হাতে পেয়েই যে যেখানে পারলো নিয়ে বসে পড়লো.. কে যে দাদা আর কারা যে ভাই,বোঝার উপায় নাই!
আমি সবে জম্পেশ করে আমার প্যাকেটটা নিয়ে বসেছি..ওরে,দেখি আমার লেগ পিস হুস করে হাওয়ায় উড়ে গেলো.. কিছু বোঝার আগেই তা দিয়ে ঢুকলো ওই পাজির পা ঝাড়া অভির মুখে..আমিও ছাড়বার পাত্র নাকি…আমিও হামলা করে বসিয়েছি ওরটাই খাবলা..হু হু…বিরিয়ানি পর্ব মিটলে আবার একবার আড্ডা জমলো অল্প কয়েকজনের,তৈরি হলো আরো কিছু স্মৃতি…….।।অনেক কিছুই তো হলো এবার যে থামতেই হয়…তাই আজকের মত না হয় এখানেই থামা যাক,ফিরে যাই আবার সেই রোজকার জীবনে…আবার কদিন মেসেজ ঢুকতে থাকুক ওই whatsapp গ্রুপটাতে…সঙ্গে আবার ও থাকুক আরো এক বছর পরের ওই ফোন কল টার মিষ্টি অপেক্ষা..

Loading

Leave A Comment