লড়াই
-সুপ্রিয়া চক্রবর্তী
লড়াই… লড়াই….লড়াই!
সারাটা জীবন ধরে শুধু বেঁচে থাকার লড়াই,
অধিকারের লড়াই…সিংহাসনের লড়াই…
লড়াই ক্ষমতার…পদতলে পিষ্ঠ করার লড়াই…
ক্ষমতা যার হাতে,শাসন তারই হাতে…
যার হাতে ক্ষমতা, সে বলবান…
অত্যাচার সেই করবে…
তাই সিংহাসনের জন্য যুগ যুগান্তর লড়াই
ক্ষমতার জন্য… মারামারি,লাঠালাঠি,খুনোখুনি…
হিংসা,লোভ,লালসা… রক্তের নদী বয়ে যায়…
মায়া,মমতা ছিন্ন করে, আপন হয় পর…
সবাই রাজা হতে চায়…উচ্ছাসন চায়…
প্রজা হলে ক্ষতি কি?
সিংহাসনে না হোক, আসন না হয় মাটিতেই থাক !
সন্ত্রাস তো হবেনা ! রক্তের নদী তো বইবে না!