চরৈবেতি
-পারমিতা ভট্টাচার্য
আজ থেমে থাকার সময় নয় কলম
জলাঞ্জলি দিয়ে দাও যতো লজ্জা শরম….
লজ্জাসন্ধি ছিঁড়ে প্রতিবাদী হতে শেখো
রোজ রোজ মরে বাঁচার চেয়ে,
একদিন সত্যিই সত্যিই বেঁচে দেখো।
বাঁচতে শেখো — হেরে গিয়ে কী পাও?
আমাকে দেখো কলম !!!!
আপাদমস্তক হেরে যাওয়া একটা মানুষ
তবু আজও মেরুদণ্ড রেখেছি সোজা,
রেখেছি মান আর হুঁশ….
অন্যায়ের কাছে কখনও মাথা করোনা নিচু
বেইমানির স্বাদ জীভ দিয়ে করো না গ্রহণ….
পা চাটা মানুষের প্রশংসার চেয়ে
কলম, তোমার নিজ চেতনার হোক মরণ।
আপাদমস্তক কালির দোয়াতের কাছে
ঋণী কেন থাকবে বলো?
শুধু নিজের জিহ্বায় লেলিহান শিখা জ্বালো,
নিজ কলমের খোঁচা দিয়ে না হয় আজ জ্বালালে
ভবিষ্যৎ প্রজন্মের আলো ।
সমাপ্ত।