সময় যখন এলো মেলো

সময় যখন এলো মেলো
-অমিতাভ সরকার

 

 

সব ভাবনা কবিতা হয় না
সব কবিতা সবার হয়না
তুমি শুধু তোমার হইও না
আমি শুধু আমার হব না।

 

তোমার জীবন কি শুধু তোমার জন্য
আমার জীবন নয় শুধু আমার জন্য
ভাবনাগুলো তো নিজস্ব থাকে না
সব কল্পনা আকাশ ছোঁয় না।

 

প্রকৃতি পেয়েছে অনন্ত গরিমা
নানান চোখে নানান পরমা
তুমি তো দেখে আমায় দেখনি
আমি তো তোমায় কখনো ভাবি নি।

 

নকশী কাঁথায় পালঙ্ক সাজাবে
জোনাক আলোয় তুমিও সাজবে
নিশির আলোয় আমিও আসবো
রজনীগন্ধায় তোমায় ভাসাবো।

 

সাঁঝের নদীতে তরি থাক বাঁধা
আঁধার আকাশে চাঁদ রয়েছে বাঁধা
ও ঠিক সময়ে দিয়ে যাবে ইশারা
আমরাও সেই সময় ভাসাবো পসরা।

Loading

Leave A Comment