ক্যামন মরদ

ক্যামন মরদ
-রাণা চ্যাটার্জী

 

 

ক্যামন বাপের বিটা রে তুই
ক্যামন তুরা বাপ্-বিটায় !
মেয়ে ট্যকে বিইয়া কইরা
এমন কইরা কেহ পিটায়!!

মেয়ে আমর কালো বোট্যে
ডাগ্গর পানা চোখ ,
কক্ষুনো মুখে রা কাটেক ল্যই,
যা ক্যানে, যাকে পরোস শুধ্যখ।

শহর হইতে বাবু সাইজ্যা
পিরিতে মজাইলি ,
বছর না ঘোরার আগেই
দূইর কইরা তড়ালি !

লে তুর পাওডার,সোনো,শ্যাম্পু
লিয়ে যা তুর সব সাইজ l
মাইয়া টা কে তড়াইয়া দিতে
কুরলো না ত্যুর লাইজ !।

আবার কিনা ফট ফটিতে ,
বাবু সাইজ্যা ঘুরোস,
নতুন মাইয়া ফাঁসানোর লেগে
ট্যকা-পয়স্যা উড়োস ।।

মাথার উপড় ঠাকুর আইছ্যা
দেখে লিস হারামি ,
রোগে ভ্যগে মরবি জইল্যা
অভাগা তুই সোয়ামি ।।

ফুলা ফুলা কথায় আমি
মজ্যেছিলাম বোট্যে,
মেয়েটোকে ভাস্যইছিলাম
তুর মতো কুলাঙ্গার টার সাথে ।।

এমন দুখ , কুথায় রাইখি
বুক ফাটা মোর কাইন্যা,
দেখলে তুকে রাগে দুখে
লাগে খুউব ঘেইন্যা ।।

মেয়ে আমার ভালো আইছে
গা গতরে খাইট্যে,
বাঁইচ্যা গেছে তোহর মইত্য
ফান্টুস মরদ হইতে ।।

Loading

Leave A Comment